স্পন্দন
প্রিয় … আপনাকে কি বলে যে সম্বোধন করব বুঝতে পারছি না। তাই প্রিয় শব্দটার পর জায়গাটা খালি রাখলাম। আপনি আপনার ইচ্ছে মত কিছু একটা বসিয়ে নিয়েন। যাই হোক, ভালো আছেন? জানেন, আমার চিঠিটা পাওয়ার পর আপনি চিঠিটা হাতে নিয়ে পড়ছেন গভীর আগ্রহে। সেই দৃশ্যটা ভেবে আমি চিঠিটা লিখছি। কিন্তু আপনার মুখটা স্পষ্ট না। তাই বুঝতে পারছি না, এই চিঠি পেয়ে আপনার অনুভুতি কেমন। তবে আপনার অনুভূতি দেখার খুব শখ। আচ্ছা আমাদের কি দেখা হবেনা? আর দেখা হবেই বা কেমন করে বলেন? আপনিও আমার শহর চিনেননা আর আমিও আপনার শহর চিনি না। এইটা কোন কথা? তাই বলে কি আমাদের দেখা হবে না? আচ্ছা! একটা ধাঁধার উত্তর দেন তো। ” তুমি থাকো ডালে ডালে, আমি থাকি জলে জলে। তোমার আমার দেখা হবে মরণের কালে। ” ধাঁধার উত্তরটা দিতে পারলে একটা চকলেট দিবো। যেদিন দেখা হবে সেদিনই চকলেটটা দিবো। ভেবো না যে ফাঁকি দিবো। চকলেটের সাথে আরো কিছু দিবো। শুধু একটাবার একটাবার দেখা করতে চাই। হোক না সে দেখা প্রথম এবং শেষ দেখা। তবুও দেখতে চাই, যে না দেখেও কেন এত বিমোহিত হলাম। আচ্ছা, আপনি দেখতে কেমন? দেখা হলে আপনাকে চিনবো কেমন করে? জানো! খুব জানতে ইচ্ছে করে! কথা ব...
Comments
Post a Comment