ইচ্ছে
প্রিয়....
আসসালামু আলাইকুম! ভালো আছেন?
আমার চিঠি পেয়ে আপনার কেমন অনুভূতি ছিলো, সেটা দেখার অনেক ইচ্ছে ছিলো আমার।
আপনার জন্য একটা কালো রঙের শাড়ি কিনেছি।
আমার কল্পনাতে, আপনাকে খোলা চুল আর শাড়িতে অপুর্ব লাগে।
আপনার সাথে যেদিন দেখা হবে সেদিন চকোলেট আর শাড়ি দিবো।
ভেবোনা ফাকি দিবো।
আমি অধীর আগ্রহে আপনার উত্তরের অপেক্ষায় ছিলাম।
আমার চিঠি কি আপনার কাছে এখোনো পৌছায়নি?
এইটা কোন কথা?
কত সময় নিয়ে আপনার জন্য লিখেছিলাম, আর সেটা আপনার কাছেই পৌছায়নি,
আপনিই বলেন এইটা কোন কথা?
তবে, এবারের চিঠির উত্তর দিয়েন! অপেক্ষায় থাকবো।
ভালো থাকবেন। অনেক ভালবাসা রইল।
ইতি,
M31 এর একটা প্লানেটের এলিয়েন।

Comments
Post a Comment